খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি থানার ওসির উদ্যোগে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরছেন অর্ধশত বকাটে যুবক। শস্তির নিঃশ্বাস পেলেছেন অভিভাবক মহল। অন্ধকার জগতের অর্ধশত বকাটে যুবককে জেল-জরিমানার পরিবর্তে কাউন্সিলিংয়ের মাধ্যমে মানসিক সাপোর্ট দিয়ে আলোর পথে তথা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে।
বকাটে যুবকদের কাউন্সিলিংয়ের মাধ্যমে ফিরে আনার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, পানছড়িতে কিছু উঠতি বয়সী যুবক মাদকের ভয়াবহ ছোবলে জীবন বিপন্নের দিকে নিয়ে যচ্ছিলো। মাদকাসক্ত ও বখাটে সন্তানদের অধ:পতনের কারণে তাদের পরিবার ও অভিভাবকদের মাঝে বিরাজ করছিলো চরম হতাশা ও দুশ্চিন্তা।
ওসি বলেন, অভিভাবকরা নিরূপায় হয়ে থানায় এসে নিজেদের মাদকাসক্ত সন্তানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য অবগত করে আবেদন করেন। কিন্তু মানবিক দিক বিবেচনা করে আমি ভিন্ন পন্থা অবলম্বন করি। যেন তাদেরকে মাদকমুক্ত রাখা যায়। থানা রেজিষ্টার খাতায় ওই বখাটে যুবকদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে সকাল-বিকাল ও রাতে ৩বার থানায় হাজিরা দেয়ার ব্যাবস্থা করি। হাজিরা দিতে আসা যুবকদের মাদকের ভয়াবহতা ও পরিণতি সম্পর্কে সচেতনতামূলক সুপরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মিত কাউন্সিলিং করা হয়।
বলেন, এভাবে গত ৯ মাস ধরে কাউন্সিলিংয়ের মাধ্যমে মানসিক সাপোর্ট দিয়ে অর্ধশতাধিক যুবককে আলোর পথে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে অন্ধকার জগৎ থেকে। তাদের জেল জরিমানা দিয়ে কখনো মাদকাসক্ত ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব নয়৷ তাই উক্ত যুবকদের নিয়মিত কাউন্সিলিংয়ের মাধ্যমে মাদকাসক্ত থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।
Discussion about this post