স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নতুন করে যাত্রা শুরু হয়েছে। তিন পার্বত্য জেলায় তিনটি এপিবিএন ব্যাটালিয়ন স্থাপনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে তিন জেলায় পরিত্যক্ত সেনা ক্যাম্পগুলোতে এপিবিএন ক্যাম্প স্থাপন করা হবে।
তিনি বলেন, আমরা শান্তির জন্য পার্বত্য চুক্তি করেছি চুক্তি বাস্তবায়ন করে শান্তি স্থাপন করার লক্ষে সরকার কাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানোসহ যা যা করা প্রয়োজন সরকার সব করবে।
তিনি বৃহষ্পতিবার দুপুরে রাঙামাটি নিউ পুলিশ লাইনে পার্বত্য চট্টগ্রামে তিনটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংস্থাপন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীপংকর তালুকদার, বাসন্তি চাকমা, সেনা বাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন, পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ।
অনুষ্টানে তিন পার্বত্য সার্কেল চীফ, উন্নয়ন বোর্ড চেয়ারম্যান, তিন পার্বত্য জেল পরিষদ চেয়ারম্যান সহ সামরিক বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Discussion about this post