উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য ও পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম (বাবুল) মেম্বার ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পূর্ব ফারিরবিল এলাকার কয়েকটি ইয়াবা মামলার আসামি ভূমিদস্যু আনোয়ারের ছেলে সোলতান আহমদ ও তার গং এর বিরুদ্ধে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় জনতা।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার পালংখালী বাজারের আঞ্জুমান পাড়া সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী ইউপি সদস্য জাফরুল ইসলাম।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজল কাদের চৌধুরী (ভুট্টো), আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল হক মেম্বার, পালংখালী ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ফয়জুল ইসলাম, পালংখালী ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আলতাজ আহমেদ, পালংখালী ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেন, মহিলা সদস্য নুর বানু, পালংখালী ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রমজান আলী, আমিরুল ফয়েজ, তাঁতিলীগ আহ্বায়ক ছৈয়দ মিয়া, শ্রমিক লীগের সভাপতি হারুনর রশীদ হারুন সহ অসংখ্য নেতাকর্মী ও নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া মরহুম আব্দুল লতিফ ওয়াকফ স্টেটের ৯২৬ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিবাদমান সমস্যা নিয়ে ১৪৪ ধারা জারি রয়েছে। তার পরেও একটি গ্রুপ সোহেল মোস্তফা চৌধুরী ও সোলতান আহমদ গংয়ের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে দখলে নেওয়ার চেষ্টা করে।
তারা বলেন, থানা পুলিশের হস্তক্ষেপে রক্তক্ষয়ি সংঘর্ষ থেকে রক্ষা পায়। ঘটনায় মৃত মোহম্মদ হোসাইনের ছেলে মনির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলায় ইউপি সদস্য জাফরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা রমজান আলী সহ ১২ জনকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়। মামলা টি সম্পূর্ণ মিথ্যা বলে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে তারা দাবী করেন।
বক্তারা বলেন, ১৪৪ ধরা ভঙ্গ করে সোহেল মোস্তফা চৌধুরী। অথচ সেখানে জাফরুল ইসলাম মেম্বার আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন আমরা দেখেছি এবং উখিয়া থানা ওসি মহোদয় অবগত ছিলেন সেখানে কিভাবে জাফর মেম্বার ও রমজান আলী সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়।
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে জাফরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা রমজান আলীসহ নিরীহ লোকজনকে তদন্তপূর্বক অব্যহতি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।
Discussion about this post