নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার পালংখালীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারীকে আটক করেছে।
গত বুধবার (৪ আগষ্ট) বিকাল ৪ টার দিকে র্যাব-১৫ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করেন।
র্যাব জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার পালংখালী বাজারের দক্ষিণে ছেনোয়ারা মেডিকেল হল ফার্মেসীর সামনে প্রধান সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো পালংখালী মোছারখোলার এলাকার মোঃ আলমের পুত্র জাফর আলম (২১) এবং পূর্ব ফারিরবিল এলাকার আবু তাহেরের পুত্র মোঃ জুনায়েদ (২১)। তাদের কাছ থেকে ৯ হাজার ৮ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টিনিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।
Discussion about this post