কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সফল সভাপতি আলী আহমদ।
বুধবার (১ জুন) পালংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটিতে আলী আহমেদ কে সভাপতি মনোনীত করে কমিটির অনুমোদন করা হয়। যা প্রজ্ঞাপন আকারে জারি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের একটি বিশেষ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম মোহাম্মদও প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে পদাধিকার মূলে সদস্য সচিব মনোনীত হয়েছেন, পালংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম মোহাম্মদ, শিক্ষক প্রতিনিধি মনোনীত হয়েছেন, আলী হোসেন ও অভিবাক প্রতিনিধি মনোনীত হয়েছেন, আক্তার হোসাইন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম আগামী ৬ মাসের জন্য বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটি অনুমোদন করেন।
কমিটির ঘোষণা পরে সাবেক ছাত্র নেতা আলী আহমদ কে সামাজিক যোগাযোগমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
তার মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ, কুতুপালং ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য হেলাল উদ্দিন, পালংখালী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড়ের সদস্য ফয়জুল ইসলাম ফয়েজ প্রমুখ।
Discussion about this post