নুরুল বশর, উখিয়া :
উখিয়ায় পালংখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ‘পালংখালী জুয়েল ফুটবল একাদশ’কে ১-০ গোলে পরাজিত করে ‘পুটিবনিয়া ফুটবল একাদশ’ চ্যাম্পিয়ন হয়েছে।
৮ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় পালংখালী যুবরাজ সংস্থার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ০৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. মঞ্জুর, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন জুয়েল, আলী আহমেদ, এড. এমএ মালেক, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, পালংখালী খেলোয়াড় সমিতির সভাপতি আনোয়ার কামাল, পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়েজুল ইসলাম, সাইফুল ইসলাম, ইউপি সদস্য রাশেদা বেগম এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জোনাইদ সহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা।
পালংখালী যুবরাজ সংস্থা খেলার মাঠ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক মেম্বার সিরাজুল বশর সিরাজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
খেলা পরিচালনায় প্রধান রেফারি হিসেবে ছিলেন আলী হোসেন, সহকারী রেফারি হিসেবে ছিলেন মোহাম্মদ আনিস, শাহাদাত হোসেন ও চতুর্থ রেফারি হিসেবে ছিলেন ইসমাঈল আনছারী।
Discussion about this post