শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি–
আসন্ন রাঙামাটি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচারণা চালাচ্ছে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও পৌর নির্বাচনে অংশ নেয়া নৌকার প্রতীকের মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অসংখ্য সমর্থকের উপস্থিতিতে পৌর এলাকার আওতাধীন শহরের ভেদভেদীস্থ মুসলিম পাড়া, জালালাবাদ কলোনী, রাজমনি পাড়াসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে গনসংযোগ চালানো হয়।
আকবর হোসেন চৌধুরীর আজকের গণসংযোগে সাথে ছিলো সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও সম্প্রীতির শহর গড়ে তুলতে আবারো ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন এবং এলাকাবাসীদের ভবিষ্যৎ পরিকল্পনার নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন রাঙামাটি পৌরসভার নির্বাচনের নৌকার প্রার্থী আকবর হোসেন চৌধুরী।
Discussion about this post