উখিয়া থেকে কক্সবাজার আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া অস্ত্র মামলার আসামি মজিবুল আলম প্রকাশ মজিয়াকে অস্ত্র ও গুলি সহ ফের গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মজিবুল আলম ক্যাম্প-২ ওয়েস্ট এর দীন মোহাম্মদের ছেলে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২২ অক্টোবর বিকেলে উখিয়া থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ আসামি মজিয়া বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় তালা খুলে পলিথিন দিতে গেলে আসামি মজিয়া পালিয়ে যান।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
উখিয়া থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদের তত্ত্বাবধানে শনিবার রাত ১ টা থেকে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায় উখিয়া থানার একটি চৌকষ পুলিশের দল। অভিযানে অবশেষে সকালে টিভি টাওয়ার এলাকা থেকে মজিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান (এলজি) এবং ১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা আসামী মজিবুল আলমের বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-৫২/১৪১৪, তারিখ-১৯/১১/২০২২ খ্রিঃ, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইন এর 19A রুজু পূর্বক যথাযথ পুলিশ পাহারার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post