ডেস্ক রিপোর্ট :
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি অটোরিকশা খাদে পড়ে এর চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
Discussion about this post