কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দু’ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্বজালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, দুবাই প্রবাসী আব্দুর রহিম এর ছেলে আবু জায়েদ রাহি (৩) ও আবু রশিদ এর মেয়ে ইসফা মণি (৪)। নিহতেরা আপন চাচাতো ভাইবোন।
নিহতের স্বজন শিক্ষক হেলাল উদ্দিন বলেন, বাড়ির অদুরবর্তী নিজ পুকুরে দাদী কাপড় ধোঁতে যায়। এ সময় দাদীর পেছনে পেছনে ছুটে যায় আবু জায়েদ রাহি ও ইসফা মণি। দাদী কাপড় ধোঁয়ে বাড়িতে চলে আসে। পরবর্তীতে তাদের দেখতে না পেয়ে দু’জনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে।
এদিকে পরিবারের দু’শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চলছে পরিবারে শোকের মাতম। স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম এর সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post