ডেস্ক রিপোর্ট :
প্রথমবারের মতো বিএনপির ৭ মার্চ উদযাপন
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ৭ মার্চ উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি হিসেবে এ দিবসটি পালন করেছে দলটি।
রোববার (৭ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার ব্যানারে লেখা ছিল ‘৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা’। ব্যানারের একদিকে তৎকালীন সময়ে উত্তোলিত মানচিত্র সম্বলিত লাল-সবুজ জাতীয় পতাকা এবং অন্যদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানে ছবি।
একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান প্রমুখ।
বিএনপি গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালাম।
সভায় অন্যান্যের মধ্যে দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, সাবেক ছাত্রদল নেত্রী সেলিনা সুলতানা নিশিতা, আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post