বিডি দর্পণ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য ফেসবুকে ছড়ানোর অভিযোগে শেরপুরের নালিতাবাড়ীর মো. মজিবর রহমান চৌধুরী (৪২) এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি।
২২ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় নালিতাবাড়ী থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি নেওয়া হয়। এ উপলক্ষে পলাশিকুড়া জনতা উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মজিবর প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এই বক্তব্য নিজের মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা ক্ষুব্ধ হন।
ভিডিওটি পুলিশের নজরে এলে গতকাল মঙ্গলবার বিকেলে মজিবরকে বারমারী বাজার থেকে আটক করে পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে নালিতাবাড়ী থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং দলের পক্ষ থেকে মজিবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমীন বলেন, মজিবর রহমান চৌধুরী পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে আছেন। তিনি কী আপত্তিকর কথা বলেছেন, তা তিনি শোনেননি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post