ডেস্ক রিপোর্ট :
বান্দরবানে গত কয়েক দিনে আওয়ামী লীগের ৬ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাদের বেশির ভাগই ছিলেন জামছড়ি ইউনিয়নের কর্মী। পাশের ২নং তারাছা ইউনিয়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীদের পদত্যাগের ঘটনা ঘটেছে গতকাল।
মাত্র কয়েক দিনের ব্যবধানে জেলায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার ওপর হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে এখন ‘জীবন বাঁচাতে’ তারা সেচ্ছায় দল ছাড়ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীদের অনেকে।
এদিকে আওয়ামী লীগের অভিযোগ, তাদের নেতাকর্মীরা পাহাড়িদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) হুমকিতে ও আতঙ্কে পদত্যাগ করছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে জেএসএস দাবি করেছে, পারিবারিক বা ব্যক্তিগত কারণেই দল ছাড়ছেন আওয়ামী লীগ কর্মীরা। এখানে তাদের কোনও ভূমিকা নেই।
পদত্যাগকারীরা বলেন, ‘আমরা পদত্যাগ করেছি কারো কোন চাপে পদ ছাড়ছি না’ আমাদের জীবন-যাপনে কৃষি কাজে লিপ্ত হওয়ার জন্য নিজের সুবিধার্থে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
জামছড়ি ইউনিট শাখা যুবলীগের পদত্যাগকারী হলেন, উখ্যাইঅং মারমা (৪০), পিতা : উসাচিং মারমা, মাতা: মেনুচিং মারমা। মংউপ্রু মারমা (৩২), পিতা: সানুমং মারমা, মাতা: রেদামা মারমা। শৈপ্রু মারমা (৩৪), পিতা: পাইহ্লাঅং মারমা, মাতা: ক্যমাপ্রু মারমা। উথোয়াইসে মারমা (৩৬), পিতা: ক্যসাপ্রু মারমা, মাতা: মাম্যাউ মারমা। উমংসিং মারমা (৪১), পিতা: মেঞইমং মারমা, মাতা: উওয়াইপ্রু মারমা। একই দিনে ১০ মার্চ পদত্যাগকারী তারাছা ইউনিয়নে আ.লীগের সদস্য তংপ্রু পাড়ার স্থানীয় বাসিন্দা উশৈমং (৪৩), পিতা: মংমে মারমা, মাতা: মাক্যচিং মারমা।
Discussion about this post