নিজস্ব প্রতিবেদক, উখিয়া:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ ও দিনে শিক্ষা প্রতিষ্ঠান ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ্ আলিম মাদ্রাসা গভার্ণিং বডি এঁর পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল মনজুর (প্রকাশ এম এ মনজুর।
বৃহস্পতিবার (২১মার্চ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নিদর্শক্রমে উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) মো: ওমর ফারুক সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। যার প্রজ্ঞপন নং বামাশিবো/প্রশা/৩২৮২৪১০৬৪৪২১/৮৭৬৬৮নথি নং-৭৯।
প্রজ্ঞাপনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি ) প্রবিধানমালা ২০০৯-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে নিম্নে বর্ণিত সদস্যদের সমন্বয়ে গঠিত গভার্ণিং বডি/ম্যানেজিং কমিটি/সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের গভার্ণিং বডি ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নসহ ১ম সভা অনুষ্ঠানের তারিখ হতে পরবর্তী ০২(দুই) বছরের জন্য বোর্ড কর্তৃক অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলো সদস্য সচিব পদে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল বশর, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা হামিদুল হক মোজ্জাদ্দেদী, অভিভাবক সদস্য পদে যথাক্রমে, মোহাম্মদ জকরিয়া, আব্দুল মাবুদ, নুরুল আবছার, জাফর আলম ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ছকিনা খাতুন।
এছাড়াও সাধারণ শিক্ষক সদস্য পদে যথাক্রমে মোছা: সামিয়া খাতুন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহম্মদ তৈয়ব এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে রুজিনা আক্তার। দাতা সদস্য পদটি শুন্য রয়েছে।
ফারিরবিল আলিম মাদ্রাসার নব মনোনীত সভাপতি আবুল মনজুর ২০১২ সাল থেকে দীর্ঘ সময় ধরে উক্ত মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সভাপতি মনোনীত হওয়ায় এক প্রতিক্রিয়ায় আবুল মনজুর বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাকে পুনরায় সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বর্তমান সরকারের কারিকুলাম অনুসারে শিক্ষার মানউন্নয়নে ও গরিব-মেধাবী শিক্ষার্থীরা যাতে সুযোগ সুবিধা পায় সে ব্যাপারে কমিটির সকল সদস্য ও শিক্ষকদের সমন্বয়ে কাজ করে যাব।
Discussion about this post