ক্রীড়া ডেস্ক:
আজ ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ১-০ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছে। জয় সূচক এই একমাত্র গোলের নায়ক আর্জেন্টাইন ফুটবলার রাউল অস্কার।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫২ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রবসন মাঝমাঠ থেকে বল বাড়ান অস্কারের দিকে। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল করেন আর্জেন্টিনার এই তারকা।
ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবও জয়ের সুযোগ পেয়েছিল। তারা একাধিক গোলের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। কয়েকটি নিজেদের ব্যর্থতায় এবং কয়েকটি প্রতিপক্ষ গোলকিপারের নৈপুন্যে ব্যর্থ হয়।
উল্লেখ্য, ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে ফুটবলার এনেছিল বসুন্ধরা কিংস। আর এই তারকাদের উপর ভর করেই ফেডারেশন কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ফুটবলের পরাশক্তিরা।
Discussion about this post