বিশ্বব্যাপী ফের ভয়ঙ্কর হতে শুরু করেছে করোনাভাইরাস পরিস্থিতি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ১৩ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ছয় লাখের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। খবর সিএনএন, ওয়ার্ল্ডোমিটারস, এএফপি, স্কাই নিউজ, রয়টার্স, সিনহুয়া, এসপিএ ও বিবিসির।
ভ্রমণকারীদের জন্য দ্বার খুলছে সিঙ্গাপুর : ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য পৃথক ট্র্যাভেল লেন বা ভ্রমণপথ চালু করছে সিঙ্গাপুর। দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী চান চুন সিং ফেসবুকের এক পোস্টে বলেছেন, ‘কানেক্ট সিঙ্গাপুর’ কর্মসূচির আওয়ায় বিশেষ এই ট্র্যাভেল লেন চালু হতে যাচ্ছে। এর আওতায় সব দেশ থেকেই সীমিত সংখ্যক ব্যবসায়িক কর্মকর্তা ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন ভ্রমণকারীদের সর্বোচ্চ ১৪ দিন সিঙ্গাপুরে থাকার অনুমতি দেয়া হবে। ২০২১ সালের জানুয়ারির মাঝামাঝি এ কর্মসূচি শুরু হবে।
যুক্তরাজ্যে চাকরি হারিয়েছে ৮ লাখ ১৯ হাজার মানুষ : যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অধিদফতর (ওএনএস) জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে দেশটিতে মহামারী শুরুর আগে যতজন বেতনভুক্ত কর্মী ছিলেন, নভেম্বরে রয়েছেন তার চেয়ে অন্তত আট লাখ ১৯ হাজার কম। অর্থাৎ এই কয়েক মাসে যুক্তরাজ্যে আট লাখের বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। বেড়েছে বেকারত্বের হারও।
ফ্রান্সে লকডাউন শিথিল করে রাত্রিকালীন কারফিউ : ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। কারফিউ অনুযায়ী রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত লোকজন বাড়ি থেকে বের হতে পারবেন না। বড়দিন উৎসবে এই কারফিউ কার্যকর থাকবে না, তবে নববর্ষের উৎসবে কার্যকর থাকবে।
Discussion about this post