বিডি দর্পণ ডেস্ক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্মরণে “র্যাব সেবা সপ্তাহ-২০২১” উপলক্ষে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করেছে র্যাব-১৫।
র্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “র্যাব সেবা সপ্তাহ- ২০২১” উদযাপনকে ঘিরে র্যাব-১৫ (কক্সবজার) কর্তৃক ২ জানুয়ারি শনিবার বাদ যোহর মোট ৪টি এতিমখানায় এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করে।
উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে র্যাব-১৫ অধিনায়ক এবং উপ-অধিনায়ক উপস্থিত ছিলেন। পরে এতিম শিশুদের সাথে খাবারে অংশগ্রহণ করেন।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৫ (কক্সবাজার) কর্তৃক করোনা (কোভিড-১৯) মহামারীর সময়ে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
র্যাব-১৫, (কক্সবাজার) কর্তৃক মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের রূপকার, আধুনিক বাংলদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২০-২০২১ সালকে মুজিববর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়।
Discussion about this post