বদ বধিবে বদেরে
শফিউল আজম
বয়সের সাথে ভাষার ধরন,
বদলে ফেল শব্দ চয়ন,
হালনাগাদ করো বিষয় বয়ন।
প্রতিনিয়ত নিজকে হালনাগাদের বিকল্প নেই,
এসবের কোন শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান নেই।
অভিজ্ঞতাই এ বিষয়ের শিক্ষক জেনো,
অন্তর্দৃষ্টিকেই শিক্ষা প্রতিষ্ঠান মেনো।
বদের রাজত্বে বদকে বলোনা বদ,
পানপাত্র হাতে রেখে কে বলে তারে মদ?
অন্তর্দৃষ্টিই বড় শিক্ষা প্রতিষ্ঠান,
উচিত হবে তারই বিস্তার ঘঠান।
তুমি উৎকৃষ্ট বলেই অন্যরা নিকৃষ্ট নয়,
অন্যরা নিকৃষ্ট বলেই তুমি উৎকৃষ্টওতো হয়।
বদেরা আছে বলে এ জগৎ সংসারে,
আসন পাও তুমি সমাজে বিচারে,
বদ না থাকলে বিচারের কি দরকার
দুনিয়াতে থাকতো কি কোন বিচারের কারবার?
বদেরা না থাকলে বিচার বিভাগ থাকতনা,
হাশরের মহা বিচার কিংবা
পুলছেরাতের কথাও শুনতামনা।
অতএব বদ বদ করি চেঁচামেছি করোনা আর,
বদেরে বধিবার কাজ একান্ত শিক্ষার,
শিক্ষার আলো ছড়াও মননের করো বিস্তার,
বদেরে গালি দিয়ে বাড়িওনা হৃদয়ভার।
বদের ভিতর থেকে বদেরে নিয়ে হও আগুয়ান,
বদ বধিবে বদেরে তখন,
যখন তুমি হবে সত্য সাফল্যে মুর্তিমান।।
Discussion about this post