মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম –
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে কানা মাঝি আর্মিক্যাম্প এলাকার কোনাপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
শনিবার দিনগত রাত আড়াইটার দিকে একদল বন্য হাতি ওই এলাকার কানা মাঝি আর্মিক্যাম্প এলাকার কোনাপাড়ার পাড়ার লোকালয়ে হানা দিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরুল কবিরের ছেলে মো. মনছুর আলম (১৯) ও মোহাম্মদ হোসেনের ছেলে হুমায়ুন কবির (১৭)। আহত হয়েছেন মো. জুবায়ের (২৪)।
আহতকে উদ্ধার করে চকরিযার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মেম্বারপাড়া এলাকায় ৬/৭ টি বন্য হাতির পাল লোকালয়ে হানা দিলে সেখানে হাতি তাড়াতে গিয়ে দু’জন নিহত ও একজন আহত হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।
উল্লেখ্য ওই এলাকায় বেশ কিছুদিন ধরে একটি বন্য হাতির দল অবস্থান করছে ও প্রায় সময়ই লোকালয় হানা দিয়ে ক্ষতি সাধন করছে।
Discussion about this post