কক্সবাজার প্রতিনিধি:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার পৌর বিএনপি।
সোমবার (১১জানুয়ারি) সকাল সাড়ে এগারটায় রামু কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সরকার উন্নয়নের নাম দিয়ে দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে দেশের সীমিত আয়ের বৃহৎ জনগোষ্ঠীর জীবিকা নির্বাহ করা কঠিন করে তুলেছে। বক্তারা বানিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, আওয়ামীলীগের জাতীয় ও স্হানীয় পর্যায়ের নেতাদের লুটপাটের কারণে দেশ অনেক পিছিয়ে পড়েছে। দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এসরকার জনগণের চিন্তা বাদ দিয়ে লুটপাট আর ভাগাভাগি সরকারের পরিণত হয়েছে।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম। এসময় পৌর বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post