নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানে থানচি উপজেলার থানচি-লিকরি সড়কের চাককু পাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি খাদে পড়ে তিন জন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে থানচি বাজার থেকে মালামাল বোঝাই করে লিকরি সড়কের ৩ কিলোমিটার স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা বেশিরভাগ শ্রমিক আহত হন। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একজন নিহতের নাম পাওয়া গেলে অন্যদের নাম পাওয়া যায়নি। নিহত হলেন, লাল চিন এল বম (২২)। সে উপজেলার বাকলায় পাড়ার বাসিন্দা।
থানচি থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তিন জন ও আহত ৫ জনকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
Discussion about this post