বিডি দর্পণ ডেস্ক :
ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার শিশুসহ ৭ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো একজন গুরুতর আহত হন।
৩ জানুয়ারি রোববার দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহণের একটি বাস নেত্রকোনাগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রতক্ষদর্শীরা জানায়, দুপুরে শহরের শম্ভুগঞ্জ ব্রিজ থেকে একটি অটোরিকশা গৌরিপুরে যাচ্ছিল। পথে গাছতলা এলাকায় একটি মহেন্দ্রকে ওভারটেক করার চেষ্টা করে অটোরিকশাটি। এসময় ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে অনেকটা পথ হিঁচড়ে নিয়ে যায়। এতে শিশুসহ অটোরিকশার ৭ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Discussion about this post