বিডি দর্পণ ডেস্ক :
বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
রোববার (২১ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা হামজাপুর কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহত ১০ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫ টার দিকে বগুড়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক, হেলপার ও ট্রাকের চালকসহ মোট ছয়জন নিহত হন।
বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত ৪ জনসহ ১০ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।
Discussion about this post