টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রবেশের সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এই সব ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ও ওয়াব্রাং এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। গভীর রাত ১.৩০ টার দিকে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার সীমান্তে অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস ইয়াবা এবং একই রাত আনুমানিক ৩ টার দিকে বিজিবির অপর একটি টহলদল দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
Discussion about this post