সাইফুল ইসলাম , টেকনাফ:
JF-CPiE (Joining Forces for Child Protection in Emergency) প্রকল্পের আওতায় টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ১৮-২৪ বছর বয়সীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিদ্যমান সরকারি-বেসরকারি সেবার সাথে যুক্ততা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২৪ইং বাহারছড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বিটার আয়োজনে একটি লিংকেইস সভা অনুষ্ঠিত হয়।
জয়নিং ফোর্সেস ফর চাইল্ড প্রোটেকশন ইন ইমারজেন্সিস প্রকল্পের অধীনে বিটা এই কার্যক্রম সভা আয়োজন করে।
German Federal Foreign Office (GFFO) এর আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছেন Plan International Bangladesh.
যেসব পরিবারের শিশুরা বিভিন্ন ঝুঁকির মধ্যে রয়েছে তাদের ঝুঁকি কমিয়ে আনার এবং তাদের সুরক্ষা বৃদ্ধি করার লক্ষ্যে বিটা তাদের পরিবারকে ইনকাম জেনারেটিং কার্যক্রমে সহায়তা করছে৷
বাহারছড়া ইউনিয়নে ২০২৩ সালে ৭০ জনকে এই সহায়তা দেওয়া হয়। তাদের প্রত্যেকে ১২ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। পাশাপাশি আরো ১০০ জনকে ৪ হাজার টাকা করে আনকন্ডিশনাল ক্যাশ সাপোর্ট দেওয়া হয়।
২০২৪ সালে আরো ১১৪ জনকে আইজিএ সাপোর্ট, ৬৩ জনকে আনকন্ডিশনাল এবং ১৫ জনকে TVET সাপোর্ট দেওয়া হচ্ছে।
TVET সাপোর্টের আওতায় তরুণ-তরুণীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বাড়ানো হচ্ছে। প্রশিক্ষণগুলো মধ্যে রয়েছে, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, এসি রিপেয়ারিং, সেলাই, মোটরসাইকেল সার্ভিসিং, বিউটি পার্লার ইত্যাদি।
উক্ত সভায় উপস্থিত প্যানেল চেয়ারম্যানসহ সরকারি বেসরকারি বক্তারা বলেন, বিটা যেসকল পরিবারকে সহায়তা দিচ্ছে তাদের সাথে আরো বেশি সমন্বয় বজায় রেখে তাদের উদ্যোগকে গতিশীল করতে সহায়তা করবেন। সরকারি-বেসরকারি সেবাসমূহ তাদের জন্য কীভাবে আরো সহজলভ্য এবং সংযুক্ত করা যায় তা নিয়ে চেষ্টা চালিয়ে যাবেন।
এ সভায়, স্থানীয় সরকার, প্রানীসম্পদ, কৃষি, যুব উন্নয়নের সাথে তাদের সমন্বয় করানো হয়। যাতে তারা ওখান থেকেও সেবা নিতে পারে।
বিটার লিংকেইজ সভায় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, সিবিসিপি কোঅর্ডিনেটর, বিটা। রুস্তম আলী, সিবিসিপি অফিসার, বিটা। আব্দুল আওয়াল, লাইভলিহুড অফিসার, বিটা। নুরুল ইসলাম, প্রাণীসম্পদ উপসহকারী। হুমায়ুন কাদের, প্যানেল চেয়ারম্যান, বাহারছড়া ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিগণ।
Discussion about this post