নিজস্ব প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ২.৩৩৪ কেজি ওজনের ২০ টি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে।
২১ ডিসেম্বর বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যশোর পৌর পার্কের সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করে তল্লাশী চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
বিজিবি ব্যাটালিয়ন সদর এর সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন স্বর্ণ উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লেখিত স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী একাধিকবার চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
আটককৃত পাচারকারীর নাম মো. ইমাদুল হোসেন (২৬) তার পিতা-মো. আসলাম হোসেন। তার গ্রাম-উত্তর কাগজপুকুর, বেনাপোল থানার বাসিন্দা।
তিনি আরও বলেন, আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল যথাযথ নিয়ম অনুসরণ করে সরকারি ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।
Discussion about this post