নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর ভাসানচরে নতুন করে বসতি স্থাপন করতে ২য় দফায় টেকনাফের শামলাপুর ২৩নং রোহিঙ্গা শিবির থেকে ২৮টি পরিবার ১১০জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু ভাসান চরের উদ্দেশ্যে যাত্রা করেছে।
২৮ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৫টি পরিবার অন্যান্য ক্যাম্প থেকে অবস্থানকারী ৩ টি পরিবারসহ মোট ২৮টি পরিবারের ১১০জন রোহিঙ্গা দুইটি বিশেষ বাসে করে রওয়ানা দিয়েছে।
এই রোহিঙ্গাদের প্রথমে উখিয়া রোহিঙ্গা নিবন্ধন কার্যালয়ে নেওয়া হবে। তারপর সেখানে নিবন্ধন শেষ করে ভাসান চরে পৌছার জন্য চট্রগ্রাম নেভাল নৌবাহিনীর ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে রোহিঙ্গা বোঝাই গাড়ীর বহর গুলো। চট্রগ্রামে পৌছার পর নৌবাহিনীর বিশেষ শীপে করে ভাসান চরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।
শামলাপুর ২৩নং রোহিঙ্গা শিবিরের হেড মাঝি আবুল হাশেম বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে এসব রোহিঙ্গারা ভাসান চরে নতুন করে বসতি করার জন্য স্বেচ্ছায় চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।
Discussion about this post