নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম পরিদর্শণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব গোলাম মো. হাসিবুল আলম। শুক্রবার (৮ অক্টোবর) তিনি ভাসানচর পরিদর্শণ করেন।
এসময় সচিব বেসরকারি উন্নয়ন সংস্থা স্কাসের লার্নিং সেন্টার পরিদর্শণে যান। পরিদর্শণকালে তিনি রোহিঙ্গা শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলেন এবং স্কাসের শিক্ষা কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর ভাসমানচর প্রকল্পের পরিচালক, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের সহকারী কমিশনার, ভাসানচরের ক্যাম্প ইনচার্জ, সহকারী ক্যাম্প ইনচার্জসহ দায়িত্বপ্রাপ্ত সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ভাসানচর রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরের শুরু থেকেই বাংলাদেশ সরকারের সহযোগী পার্টনার হিসাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমানে (স্কাস) নিজস্ব অর্থায়নে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের জীবিকার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রকল্প ও লাইভলিহুড প্রজেক্ট এর কার্যক্রম চলমান রয়েছে।
Discussion about this post