নিজস্ব প্রতিবেদক •
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সীতাকুণ্ড থানার উত্তর সলিমপুরের সাগরপাড় থেকে তাদের আটক করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, ভাসানচর থেকে নৌকায় করে উত্তর সলিমপুর এলাকার সাগরপাড়ে নামেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে নৌকা নিয়ে দালালরা চলে যায়। স্থানীয়রা রোহিঙ্গাদের দেখে সন্দেহ হলে চেয়ারম্যানকে জানাালে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।
তারা কক্সবাজারে টেকনাফে যাওয়ার জন্য ভাসানচর থেকে পালিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে বলে জানান তিনি।
Discussion about this post