সংবাদদাতা :
বাহারছড়া ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির প্রতিনিধি সভা বুধবার (২৭ জানুয়ারি) দক্ষিণ শাখা বিএনপির সভাপতি ছৈয়দ হোছাইন মেম্বারের সভাপতিত্বে বিএনপির দক্ষিণের সাধারণ সম্পাদক ছৈয়দ আহমদের বাসভবনে তারই পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ভোটাধিকার হরণকারী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. সলিমুল মোস্তফা, উত্তর শাখা বিএনপির আহবায়ক আব্দুল হক মেম্বার, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম ওসমান গনি, উত্তর শাখা বিএনপির সদস্য সচিব মোঃ সাবের আহমদ, বিএনপি নেতা হেলাল মেম্বার, মোকতার মেম্বার।
বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন, টেকনাফ উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ, বিএনপির মৌঃ শামশু, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. রশিদুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্মআহবায়ক ওমর সাদেক, টেকনাফ উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোকতার হোসেন বাপ্পি, দক্ষিণ শাখা বিএনপির নেতা সিদ্দিক আহমদ, মৎস্যজীবি দলের ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উর রহমান জিয়া, বাহারছড়া দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান বিপ্লব, আব্দুল্লাহ, ছাত্রদলের শামীম, হাফেজ উল্লাহ, যুবদলের হোছন, বিএনপি নেতা আব্দুল আলী, জাকের হোসেন, ফরিদ আহমদ, নুরুল আলম, আব্দুল আমিন, বদরুদ্দোজা, নবী সোবহান, জসিম উদ্দিন, কামাল হোসেন, ইমান হোছন।
Discussion about this post