অনলাইন ডেস্ক •
আফগানিস্তানে মধ্যযুগীয় কায়দায় বিচার করছে তালেবান সরকার। দেশটিতে এখন চোর-ডাকাতদের হাত-পা কাটার শাস্তি দেওয়া হচ্ছে। প্রকাশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে অপরাধীদের। শুধু তাই নয়, হত্যার পর সেই লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে রাস্তার মোড়ে। ক্ষমতা গ্রহণের পর দুই মাসেরও কম সময়ের মধ্যে এমন অন্তত দুটি ঘটনা ঘটেছে।
সর্বশেষ মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক শহর হেরাতে অন্তত তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তালেবান। এরপর তাদের লাশ এক্সকেভেটরে করে রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনার কিছু লোমহর্ষক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। হেরাতের ডেপুটি গভর্নর মৌলভি শের আহমেদ মুহাজির জানান, ওই তিনজন অপর এক ব্যক্তির ঘরে ঢুকে পড়েছিল এবং বাড়ির সর্বস্ত লুটে নেওয়ার চেষ্টা করছিল। সে সময় বাড়ির মালিক তাদের গুলি করে হত্যা করে। এর আগে গত মাসের শেষের দিকে একই শহরে (হেরাতে) অভিযুক্ত চার অপহরণকারীকে হত্যা করে তাদের লাশ প্রকাশ্যে ক্রেনে ঝুলিয়ে শহরের বিভিন্ন জনসমাগমস্থলে প্রদর্শন করে তালেবান। ডেইলি মেইল ও নিউইয়র্ক পোস্ট।
তালেবান মন্ত্রিসভায় ৩৮ নতুন সদস্য : তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারে আরও ৩৮ নতুন সদস্য যুক্ত করা হয়েছে। নতুন পদগুলোতে প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক উপপ্রধান, মিনিস্ট্রি অব মারটায়ার্স অ্যান্ড ডিজঅ্যাবলডে ভারপ্রাপ্ত মন্ত্রীসহ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলে কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। শক্তিশালী সেনাবাহিনী গঠনেও নজর দিচ্ছে তালেবান।
সরকারের সংস্কৃতি কমিশনের কর্মকর্তারা জানান, তারা শক্তিশালী সেনাবাহিনী গঠনের লক্ষ্যে এখন দক্ষ যোদ্ধা নিয়োগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। সংস্কৃতি কমিশনের সদস্য রুহুল্লাহ ওমর বলেন, ‘আমরা শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে যাচ্ছি। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব।’ মন্ত্রিসভার নতুন তালিকায় আফগানিস্তানের ২০৯ শাহিন কর্পস অঞ্চলের নাম পরিবর্তন করে ‘মাজার কর্পস’ করা হয়েছে। তালেবান নেতা ও সাবেক সামরিক ব্যক্তিত্ব মোহাম্মদ সাদেক সিনওয়ারি বলেন, আমার প্রত্যাশা আফগানিস্তানের বর্তমান বাহিনী আঞ্চলিক অখণ্ডতা রক্ষাসহ বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন প্রতিহত করতে সক্ষম হবে।
মন্ত্রিসভায় নতুন দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ সদস্যরা হচ্ছেন-প্রধানমন্ত্রীর রাজনৈতিক ডেপুটি মৌলভি আব্দুল কবির, শহিদ ও পঙ্গুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটির উপপ্রধান মৌলভি নুরউদ্দিন তুরাবি, কান্দাহার কর্পসের প্রধান মোল্লা মেহেরুল্লাহ, কাবুল কর্পসের প্রধান মৌলভি হামদুল্লাহ, মাজার কর্পসের প্রধান মৌলভি আতাউল্লাহ ওমরি।
Discussion about this post