ইমরান আল মাহমুদ, উখিয়া –
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্যরত্না গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ই জানুয়ারি) উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ভালুকিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান জামাল রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী। এসময় তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। টুর্নামেন্ট আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। খেলায় রত্নাপালং তেলিপাড়া ইয়ং স্টার সোসাইটিকে ২-০ গোলে হারিয়ে রুমখাঁ চৌধুরী পাড়া জাগো ঐক্য পরিষদ চ্যাম্পিয়ন হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান। অতিথিের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ,উখিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফ আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস কাঞ্চন,জেলা রেফারীজ এসোসিয়েশনের সদস্য মোঃ সিরাজুল হক, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সওদাগর,মাহবুবুল আলম,বিজন বড়ুয়া,সবুজ বড়ুয়াসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।
Discussion about this post