মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী হোয়ানক জামাল পাড়া পাহাড়ি এলাকা থেকে ৫টি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ একরামুল করিম (৩৫) নামে এক অস্ত্র কারিগরকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১ টার দিকে অভিযান চালান চালিয়ে থাকে অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক করা হয়।
আটক একরামুল করিম উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া গ্রামের মৃত: দলিলুর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। সে অস্ত্র তৈরির কারিগর বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।
অভিযান পরিচালনাকারী মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, একরামুল করিম দীর্ঘদিন ধরে তার বসতঘর ও পাশ্ববর্তী পাহাড়ে অস্ত্র তৈরী করে আসছিল। সে প্রচুর পরিমাণ অস্ত্রের মজুত গড়ে তুলে। তার সঙ্গে রয়েছে দাগি অপরাধীচক্রের গভীর সখ্যতা।
এলাকাবাসীর অভিযোগ, একরামুল করিম অস্ত্র তৈরি করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কাছে সরবরাহ করে আসছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
Discussion about this post