মহেশখালী সংবাদদাতা •
কক্সবাজারের মহেশখালীতে বিষ মিশিয়ে অর্ধশতাধিক বানর হত্যার ঘটনায় মামলা করেছে বন বিভাগ। রোববার (১৭ই অক্টোবর) মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৩৯ ধারায় মামলা করেন মুদির ছড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস।
তিনি জানান, কলাতে বিষ মিশিয়ে বানর হত্যায় ঘটনায় আজমুল হাসান নামে একজন ও অজ্ঞাত আরও একজন সহ মোট দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকালে মহেশখালী উপজেলার পানিরছরা-বড়মহেশখালী সীমান্তের ভারিতিল্যা ঘোনা পাহাড়ের শেষ সীমানায় বড় মহেশখালীর নিজতালুক পাড়ার বাসিন্দা মাস্টার মোজাফ্ফর পুত্র আজমুলের লাউ ক্ষেতে শতাধিক বানরের ঝাঁক প্রায় সময় নেমে ক্ষেত বিনষ্ট করত। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষেতের মালিক দিনের কোন এক সময় বিষ মিশ্রত কলা রেখে যায়। পরে বিষ মিশ্রিত কলা খেয়ে প্রায় অর্ধশতাধিক বানর হত্যার অভিযোগ ওঠে। মৃত বানরের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মৃত বানর গুলো মাটিতে পুতে রেখে পালিয়ে যায় ক্ষেত মালিক আজমুল।
১৩ই অক্টোবর সকালে বন বিভাগ অভিযান চালিয়ে মাটিতে পুতে রাখা অবস্থায় ২টি ও মাটিতে ১টি সহ মোট ৩টি মৃত বানর উদ্ধার করা হয় এবং আরও কয়েকটি বানরের লোম পাওয়া যায় বলে জানা যায়। পরে মৃত বানর গুলো পোস্ট মেটামের পাঠানো হয়। এঘটনা তদন্ত কমিটি গঠন করে বন-বিভাগ। অবশেষে ১৭ই অক্টোবর তদন্তের কমিটির প্রতিবেদন ও পোস্ট মেটেমের রিপোর্টের ভিত্তিতে বানরগুলোকে কলায় বিষ দিয়ে হত্যা করা হয় বলে জানা যায়।
বন্যপ্রাণীর হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। তিনি দাবী করেন বন বিভাগের সঠিক তদারকি না থাকায় দিন দিন বন্যপ্রানী হত্যা, পাহাড় নিধন, বালু উত্তোলন ও প্যারাবন নিধনসহ সীমাহীন পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটেছে মহেশখালীতে । তাদের সঠিক দায়িত্ব পালনে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণও করেন তিনি।
এ বিষয়ে জানতে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া জানান, বানর হত্যার ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে দ্রুত অভিযান চালানো হবে।
Discussion about this post