নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মকছুদ মিয়া ৬ হাজার ৯৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মকছুদ মিয়া এবার তৃতীয়বারের মতো মহেশখালী পৌরসভার মেয়র হলেন। সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ হাজার ৫৪৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র সরওয়ার আজম। ২ জনের ভোটের ব্যবধান ১ হাজার ৪২৮ ভোট।
অন্যদিকে, চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরী ২১ হাজার ৪৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও চকরিয়ার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ এ তথ্য নিশ্চিত করেছে।
আলমগীর চৌধুরী এবার দ্বিতীয়বারের মতো চকরিয়া পৌরসভার মেয়র হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জিয়াবুল হক পেয়েছেন- ৯ হাজার ৭৬২ ভোট। উভয়ের ভোটের ব্যবধান হলো ১১ হাজার ৭২৮ ভোট।
Discussion about this post