নিজস্ব প্রতিবেদক, মহেশখালী –
মহেশখালী উপজেলার শাপলাপুরে এক মাদ্রাসার শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে।
অভিযোগে জানা যায়, শাপলাপুর মনিপুর এলাকার আবুল কালামের শিশু কন্যা প্রতিদিনের ন্যায় সকালে শাপলাপুর মনিপুর বায়তুল ইকরাম জামে মসজিদে আরবি শিখতে যায়। ওখানের মমসজিদের পেশ ইমান মনির উদ্দীন গত ৩১ জানুয়ারি আরবি পড়া শেষে ছুটি হলে অন্যান্য ছাত্র – ছাত্রীদের সাথে বাড়ী ফেরার জন্য রওয়ানা করলে শিশু কন্যাটিকে একা বসিয়ে রেখে যৌন হয়রানী করে। পরে শিশুটি ঘটনার বিষয়টি পরিবারের কাছে জানালে মনির উদ্দীনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
এ ঘটনায় শিশুটির খালা শিমুল আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওনি আব্দুল হাই জানান, এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগে মামলা হয়েছে।
Discussion about this post