নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের মহেশখালী জেটিঘাটের কাটের অংশ ভেঙে দুর্ঘটনার শিকার হয়ে ৫ নারী আহত হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে কক্সবাজার থেকে স্পীড বোট ও গাম বোট করে মহেশখালী জেটিঘাটে পৌছলে বোট থেকে নেমে তড়িঘড়ি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ৫ জন নারী আহত হয়েছে। আহতদের এ উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়ছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে স্পীড বোট ও গাম বোট করে মহেশখালী জেটিঘাটে নামলে হঠাৎ করে জেটির কাটের অংশ ভেঙে পানিতে প্রায় ১৫-২০জন পানিতে পড়ে যায়। এদের মধ্যে কয়েকজন নারী আহত হয়েছে।
স্থানীয় মিজবাহ ইরান জানান, নানা অব্যবস্থাপনায় ও ঝুঁকিপূর্ণ কাটের অংশ ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের উচিত ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার করে নিরাপদে যাত্রী পারা পারের সেবা দেওয়া।
পৌর মেয়র মকছুদ মিয়া জানান, জেটি ঘাটের কাটের অংশ ভেঙে যাওয়ায় তা আমরা দ্রুত সংস্কার করতেছি, তবে ভেঙে যাওয়ার সময় পানিতে কিছু যাত্রী পড়ে গেলেও তেমন আহত হয়নি বলে জানান।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান জানান, মহেশখালী জেটি ঘাটে কাটের অংশ ভেঙে দুর্ঘটনার খবর শুনেছি, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Discussion about this post