কক্সবাজারের মহেশখালীতে ২ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছ। ইউপিতে প্রথম ২টি ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোট (ইভিএম) অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ই জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে একটিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তারেক বীন ওসমান শরীফ বিজয়ী হয়েছেন, অপরটিতে স্বতন্ত্র প্রার্থী শা. আ. ম এনায়েতুল্লাহ বাবুল চশমা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ৬নং বড় মহেশখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শা. আ. ম এনায়েতুল্লাহ বাবুল চশমা প্রতিক নিয়ে ৮৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল নিশান মোটর সাইকেল প্রতিক পেয়েছেন ৭০৮২ভোট, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা আনোয়ার ৬৯১৬ ভোট।
বড় মহেশখালী:
বড় মহেশখালীতে যারা মেম্বার নির্বাচিত ১নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছে, নুরুল ইসলাম (টিউবওয়েল), ২নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছে রাশেদ মোহাম্মদ সোহাগ (আপেল), ৩নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছে মোহাম্মদ বাদশা (তালা), ৪নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছে আলী আকবর (ফুটবল), ৫নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছে বর্তমান মেম্বার দলিলুর রহমান (টিউবওয়েল), ৬নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছে জয়নাল আবেদীন (ঘুডি), ৭নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছে বর্তমান মেম্বার শফিউল আলম (বৈদ্যুতিক পাখা), ৮নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছে বর্তমান মেম্বার আলী আকবর (বৈদ্যুতিক পাখা) ৯নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছে বর্তমান মেম্বার জিল্লুর রহমান মিন্টু (মোরগ)।
সংরক্ষতি ১নং ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছে ছেনোয়ারা বেগম (বক) সংরক্ষতি ২নং ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছে মোতাহেরা বেগম (কলম), সংরক্ষতি ৩নং ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছে হাসিনা শাহ আলম(তালগাছ)।
বড় মহেশখালীতে ভোটার ছিল ৩২৬৭০ ভোট। ১৫ট কেন্দ্রে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২৩১৯৬।
কালামারছড়া:
কালামারছড়া ১নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন ওসমান গণি প্রতীক ফুটবল, ২নং ওয়ার্ডে নুরুল হাশেম প্রতীক বৈদ্যুতিক পাখা, ৩নং ওয়ার্ডে মোঃ সেলিম প্রতীক ভ্যান গাড়ী, ৪নং ওয়ার্ডে মোঃ কাদের প্রতীক ভ্যান গাড়ী, ৫নং ওয়ার্ডে আব্দু সালাম প্রতীক ফুটবল, ৬নং ওয়ার্ডে মোঃ আলী প্রতীক ফুটবল, ৭নং ওয়ার্ডে মোজাম্মেল হক প্রতীক ঘুড়ি, ৮নং ওয়ার্ডে মোঃ রাশেদ কামাল প্রতীক টর্চলাইট, ৯নং ওয়ার্ডে আবু আহমেদ, প্রতীক টর্চলাইট।
সংরক্ষিত ১নং ওয়ার্ডে ইসমত আরা বেগম প্রতীক তালগাছ, সংরক্ষিত ২নং ওয়ার্ডে সালমা আখতার কলি প্রতীক বই, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে আমিনা বেগম প্রতীক মাইক।
কালামারছড়ার ভোটার ছিল ৩৬২৯৫ভোট। ১৭টি কেন্দ্রে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২৬০৮৩।
নির্বাচনের রিটার্নিং অফিসার বিমালেন্দু কিশোর পাল, উপজেলা হলরুমে ফলাফল প্রকাশ করেন।
Discussion about this post