খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ‘আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যে জাতীয় সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানা ট্রাফিক পরিদর্শক (টি আই) জয়নাল আবদিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর আজগর হোসেন, সাজেক পরিবহন মাটিরাঙ্গা প্রতিনিধি আবুবক্কর ছিদ্দিক, সিএনজি মালিক সভাপতি আব্দুস সোবহান, অটোরিক্সা ও মোটরসাইকেল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম। সিএনজি, রিক্সা, অটোরিক্সা, মোটর বাইক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৃলা দেব বলেন, পরিবহন সেবা নিশ্চিতে চালক ও পরিবহন শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে মোটর সাইকেল চালক ও যাত্রীদের হেলমেট ব্যবহার করতে হবে।
তিনি সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলতে পরিবহন শ্রমিক ও পথচারীদের আহ্বান জানান।
Discussion about this post