নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে জুয়েল (৪০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
২৩ ডিসেম্বর বুধবার দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীর ইয়াংছা খালের মুখে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল হলেন চট্টগ্রামের মুরাদপুর এলাকার আবদুল মন্নানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মুরাদপুর এলাকা থেকে বন্ধুদের নিয়ে লামা শ্বশুর বাড়িতে বেড়াতে যান আবদুল মন্নানের ছেলে জুয়েল। মাতামুহুরী নদীর ইয়াংছা খালের মুখ পয়েন্টে জুয়েল তার দুই সহপাঠী নিয়ে নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পানিতে হারিয়ে যায় জুয়েল।
নিখোঁজের বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে তার শ্বশুর বাড়ি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুজি করে পানিতে তলিয়ে যাওয়া জুয়েলের মরদেহ উদ্ধার করেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম।
Discussion about this post