সাংবাদিক তোফায়েল আহমদ এর ফেইসবুক থেকে –
মা তার প্রেরণা। মা তার শক্তি। মাকে নিয়েই তার যত গর্ব। যত গল্প তাও মাকে নিয়েই। এক কথায় মা তার সব কিছুই।
রিক্সা চালক কলিমুল্লাহ খোকন। চৌফলদন্ডি মিয়া বাড়ি এলাকার বাসিন্দা। খোকন বলেন-মা আমার সব কিছু। রিক্সা চালিয়ে আমার ঘরে ঢুকার আগেই যাই মাকে দেখতে। মায়ের হাতে তুলে দিই ৫০টি টাকা। মা বেশি পান খান। ৫০টি টাকায় তাঁর হয়ে যায়।
প্রতিদিন আয়ের ৫০টাকা হাতে নিয়ে ফেলি মায়ের জন্য। রাতে তুলে দিই মায়ের হাতে। টাকাটা পেলে কত খুশি হন আমার মা। মা’কে দেয়া টাকাই আমার আশীর্বাদ। মায়ের হাতে টাকা দিতে পারলেই আমি শান্তিতে থাকি।
খোকন জানান, মায়ের হাতে প্রতিদিন টাকা দিয়েই আমার আয় বরকত বেড়েছে। আমার সাথে যারা রিক্সা চালান তারা আমার চেয়েও কম পান। তাই আমি নিশ্চিত হয়েছি, আমার মাকে দেয়ার কারণেই আয় আমার বেশি।
Discussion about this post