নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের অন্যতম সামাজিক সংগঠন ‘মিছিল’ উখিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) ৩ টায় উখিয়ায় ‘ক্যাফে হাইওয়ে’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিছিল’র চেয়ারম্যান সাখাওয়াত হোসেন তুর্য। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধ ও মানবিক চেতনায় কাজ করে যাওয়ার আহ্বান জানান নবনির্বাচিত নেতৃবৃন্দকে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ঘুমধুম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, আলোকিত সমাজ থাইংখালীর উপদেষ্টা আবদুল মালেক, ছৈয়দ আলম, গণমাধ্যমকর্মী শ.ম গফুর, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম নিশা, পালংখালী ইউনিয়ন যুবলীগ নেতা মুহিদুল আলম মুফিজ, ‘মিছিল’ কক্সবাজার জেলা সভাপতি সাইফুদ্দিন শাওন ও সাধারণ সম্পাদক রুপজয় বড়ুয়া রুপু, ‘মিছিল’ উখিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মিছিল’ উখিয়া উপজেলা সভাপতি রাফি নুর ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম মোস্তফা।
উল্লেখ্য, ‘এসো স্বপ্নকে সত্যি করি, সবাই এক মিছিলে’ স্লোগানে কক্সবাজার জেলার অন্যতম সামাজিক সংগঠন ‘মিছিল’ ২০০৯ সাল থেকে তাদের কার্যক্রম জেলাব্যাপী পরিচালনা করে আসছে।
Discussion about this post