উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলের একটি গ্রামকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এতে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সামরিক সরকারের বিরোধিতার অংশ হিসেবে মিয়ানমার সেনাবাহিনী এ হামলা চালিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী ও বেশ কিছু শিশু রয়েছে। বিবিসি নিহত ও আহতের প্রকৃত সংখ্যা যাচাই করতে পারেনি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকে তাদের বিরোধীদের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে বিমান হামলা চালিয়ে আসছে। সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এটি অন্যতম প্রাণঘাতী হামলা।
সংবাদ মাধ্যম আল জাজিরা বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে জানিয়েছেন, আনুমানিক সকাল ৭ টা ৩৫ মিনিটে জেট বিমান দিয়ে এ হামলা চালানো হয়েছে। সাগাইং এলাকা-ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির বাসিন্দাদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে খণ্ডিত মরদেহ পড়ে আছে এবং বেশ কয়েকটি ভবন আগুনে জ্বলছে। বাসিন্দারা চিৎকার করে বলছেন, যদি বেঁচে থাকেন তাহলে সাড়া দিন আমরা আপনাদের সাহায্য করার জন্য আসছি।
ওই গ্রামের এক বাসিন্দা বিবিসিকে বলেছেন, সামরিক বাহিনীর এক বিমান সকাল ৭টা নাগাদ আমাদের গ্রামের ওপরে আসে এবং বোমা ফেলে। সূত্র: বিবিসি।
Discussion about this post