শফিক আজাদ/শামীম ইকবাল চৌধুরী:
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি।
সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রেখে বিজিবি সদস্যরা সীমান্ত চৌকি গুলোতে সতর্ক অবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বিশেষ করে নাইক্ষ্যংছড়ি ও উখিয়া উপজেলার তুমব্রু, ঘুনধুম, বালুখালী, পালংখালী এবং টেকনাফ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ঘুুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এপারের মানুষের মাঝে কিছুটা ভয়ভীতি কাজ করছে।
সীমান্তের বাইশপাঁড়ি এলাকার আবদুর রহমান বলেন, সোমবার সকাল থেকে মিয়ানমারের ওপারে সেদেশের সেনা ও বিজিপির তৎপরতা দেখা গেছে। যার ফলে সীমান্ত এলাকায় বসবাসকারি স্থানীয় লোকজন আতঙ্কের মধ্যে আছে৷
বিজিবি (৩৪) কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ‘উখিয়া খবর’কে জানান, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে বিজিবি। সুতারাং আতঙ্কের কোন কারণ নেই বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
এদিকে সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ পার্শ্ববর্তী মিয়ানমারে সেনাঅভ্যুত্থানে সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বেশ কিছু নেতাদের আটক করেছে সেনাবাহিনী। পুরো দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়েছে।
Discussion about this post