নিজস্ব প্রতিবেদক :
মিয়ানমারের ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা মূল্যের ৩৮৫০টি সিগারেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের পরিষদ এলাকা থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন আজ ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিগারেট গুলো মিয়ানমার থেকে চোরাই পথে পাচার হয়ে এপারে আসার সময় জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Discussion about this post