সংবাদদাতা :
আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উখিয়া উপজেলার ০৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ০৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (১৭ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তার মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কমিশন বরাবর জমা দেন তিনি।
শতশত সমর্থক নিয়ে থাইংখালী থেকে গাড়ি বহরে বেলা ১২টার দিকে উখিয়া উপজেলা পরিষদে যান তিনি। এ সময় তার সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন আনোয়ার হোসেন। পরে মনোনয়নপত্র দাখিল শেষে বেলা ৩টার দিকে থাইংখালীর পথে রওনা হয় মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেনসহ তার সমর্থকেরা।
এ সময় বিভিন্ন বয়সের তার সমর্থকেরা আনোয়ার হোসেনকে নিয়ে মুখরিত শ্লোগানে উৎসবমুখর পরিবেশে থাইংখালীতে পৌঁছায়।
মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেন বলেন, রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে এবং সমাজকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ ছাড়া এলাকার উন্নয়নের পাশাপাশি ০৫নং ওয়ার্ডের মানুষের সেবা করতে চাই আজীবন।
এ সময় অন্যান্যদের মধ্যে ০৫নং ওয়ার্ডের গণমান্য ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আব্দুল করিম, গোরা মিয়া, আবু বক্কর ছিদ্দিক, ফজল আহমদ, আব্দুল করিম, ফরিদ আহমদ গৌরবী, হামিদুল হক, নুরুল আমিন, ছৈয়দ হোছন, নুরুল আলম মিস্ত্রি, ছৈয়দ করিম, আব্দুল জলিল, আনোয়ার হোসেন, জাফর আলম, ছৈয়দ আকবর ড্রাইভার, ফয়সাল মুহাম্মদ ইউসুফ, মাহবুব, দিদার মিয়া, আব্দু রহমান, দিদার আলমসহ অসংখ্য তরুণ ও যুবক।
উল্লেখ্য, আনোয়ার হোসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পালংখালী ইউনিয়ন শাখার যুগ্ন সম্পাদক ও থাইংখালী খেলোয়াড় সমিতির উপদেষ্টা। তিনি প্রথমবারের মতো মেম্বার পদপ্রার্থী হয়েছেন।
Discussion about this post