সংবাদদাতা :
আসন্ন ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে উখিয়া উপজেলার ০৫নং পালংখালী ইউনিয়নের ০৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে গৌজঘোনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্বে করেন এলাকার প্রবীণ মুরব্বি হাজী নুরুল হক।
আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করতে ০৪নং ওয়ার্ডের ঘোনারপাড়া, গৌজঘোনাসহ বিভিন্ন এলাকার ভোটারদের নিয়ে এ আলোচনার সভার আয়োজন করেন তার সমর্থকেরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এলাকার প্রবীণ মুরব্বি, শিক্ষিত তরুণ, যুবক ও সাধারণ মানুষ।
এ সময় বক্তারা বলেন, একজন মেম্বার পাওয়া দীর্ঘদিনের স্বপ্ন গৌজঘোনা এলাকার মানুষের। এই নির্বাচনের মধ্যদিয়ে সেই আশা পূরণ করতে আমরা একতাবদ্ধ।
আলোচনা সভায় অতিথিদের পাশাপাশি শতশত মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীর আলম একজন শিক্ষিত, শান্ত, ভদ্রলোক। এলাকাবাসী তাকে যোগ্য হিসেবে দেখছেন। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি এলাকায় জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করেন। এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন।
জাহাঙ্গীর আলম কোনো অনৈতিক কিংবা মাদক কারবারে জড়িত নেই। এ ছাড়া তিনি খেলাধুলা ও তরুণদের পাশে থাকেন। তিনি থাইংখালী খেলোয়াড় সমিতির বর্তমান সহ-সভাপতি।
Discussion about this post