সিবিএন :
কক্সবাজারের উখিয়ার ইনানী মোহাম্মদ শফির বিল এলাকায় মেরিন ড্রাইভ সড়কে আরআরসি অফিসের মাইক্রো ও যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে মোঃ বেলাল নামের ১জন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। তাদের অবস্থা আশংকাজনক।
বুধবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বেলাল নসিমনের চালক ও নিদানিয়া এলাকার বাসিন্দা বলে জানান স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম।
তবে, আহতদের পরিচয় পাওয়া যায় নি।
রিপোর্ট লিখাকালে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে।
খবর পেয়ে ইনানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
নুরুল হুদা খোকন নামের একজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থল থেকে সিবিএনকে জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী কেটি হায়েস মাইক্রো মোহাম্মদ শফির বিল এলাকায় নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক মোঃ বেলালের ঘটনাস্থলে মৃত্যু হয়। নসিমনের অপরযাত্রীকে আংশংকাজনক অবস্থায় স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
Discussion about this post