প্রেস বিজ্ঞপ্তি :
রক্তদাতাদের জন্য সুখবর!
আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ‘কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’র রেফারেন্সে রক্ত দান করলে রক্তদাতারা পাবে বেশকিছু আকর্ষণীয় পুরস্কার।
জেলার মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন একমাত্র ‘কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’ এধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে রক্তদানে মানুষকে আগ্রহী করে তোলার জন্য।
এই ব্যতিক্রমী আয়োজনে যা থাকছে –
• নিয়মিত রক্তদাতাদের জন্য থাকছে সিবিডিসি’র লোগো সম্বলিত ১টি আকর্ষণীয় মগ।
• ১ম বার রক্তদান করলে পাবেন সিবিডিসি’র লোগো সম্বলিত ১টি চাবি রিং এবং
• ৫ম বারের অধিক রক্তদান করলে পাবেন রক্তের গ্রুপ সম্বলিত ১টি টি-শার্ট।
উল্লেখ্য, বিগত দিনেও মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’ জেলা জুড়ে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করে আসছে।
যোগাযোগ : ০১৮৪০০৭৭৬৬৫, ০১৬৪০৬৫৫২৫২।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন -www.coxbdc.com
Discussion about this post