সিরাজুল মুনতাহা, সংবাদদাতা –
রক্ত কণিকা বাংলাদেশ (কক্সবাজার টিম) এর মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আলহাজ্ব আলী-আছিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ‘মেডিকেল ক্যাম্প’ কর্মসূচির অংশ হিসেবে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও থ্যালাসেমিয়া রোগের ব্যাপারে মানুষকে সচেতন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত কণিকা কক্সবাজার টিম। এ সময় বিনামূল্যে প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আলী-আছিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোস্তাফা কামাল চৌধুরী মূসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর চৌধুরী, নুরতাজুল মোস্তফা শাহিন শাহ, আতাউর রহমান, মুহাম্মদ তারেক তাফি, আব্দুল মান্নান, মোঃ আরেফিন খান প্রমূখ।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন রক্ত কণিকা বাংলাদেশ কক্সবাজার টিমের নবনির্বাচিত সদস্য ও পুরাতন সদস্যবৃন্দ।
Discussion about this post